তোমরা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করো তা তো অন্ধ বিশ্বাস! কিসের ভিত্তিতে তোমরা আল্লাহকে বিশ্বাস করো?
হ্যা, ধর্ম সম্পুর্ন বিশ্বাসের ব্যাপার। এর কোন কিছু প্রমান হয় না। আপনি চাইলে এটাকে অন্ধ বিশ্বাসও বলতে পারেন। আপনি তো অন্ধ বিশ্বাসী নন। আপনি আধুনিক ও বিজ্ঞান মনস্ক।
আসুন বিজ্ঞানের ব্যাপারটা বুঝি। স্বর্নের পরমাণুতে ৭৯টি ইলেক্ট্রন আছে, সেটা জীবনে কোনদিন গুনে দেখেননি। পানির অনুতে দুইটা হাইড্রোজেন ও একটা অক্সিজেন এর পরমানু থাকে, সেটা জীবনে চোখ দেখেননি। ডি এন এ তে মানুষের বংশ, স্বভাব, আকৃতি ইত্যাদির তথ্য লিপিবদ্ধ করা থাকে, এটা শুধু শুনেছেন, কোনদিন দেখেননি। পৃথিবী সুর্যের চারদিকে ঘোরে এটা নিজের চোখে দেখেননি। চাঁদ পৃথিবীর চেয়ে ৫০ গুন ছোট, এটা কখনো মেপে দেখেননি। সুর্যের তাপমাত্র ৫ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড, থার্মোমিটার দিয়ে কখনো মেপে দেখেননি। পৃথিবীর বয়স সাড়ে চার বিলিয়ন বছর নিজে গুনে দেখেননি। সুর্যের থেকে পৃথিবীর দুরত্ব ১৫ কোটি কিলোমিটার ফিতা দিয়ে মেপে দেখেননি।
উপরে যা বললাম এগুলোর কোন কিছুই আপনি দেখেননি, কোন কিছুরই প্রমান পাননি। আপনি বইতে পড়েছেন, কোন মানুষের কাছ থেকে শুনে শিখেছেন - এবং সেগুলো অন্ধভাবে বিশ্বাস করে বসে আছেন।
হ্যা আপনি বিজ্ঞানের অন্ধ বিশ্বাসী। বিজ্ঞানকে অন্ধ বিশ্বাস করে আপনি বিজ্ঞানান্ধ হননি, হয়েছেন আধুনিক ও বিজ্ঞান মনস্ক। ওদিকে ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করে মানুষ হয় ধর্মান্ধ। কি চমৎকার বিচার আপনা